ডা. জাফরুল্লাহর বক্তব্যকে সত্য দাবি জামায়াতের

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া আবদুল কাদের মোল্লা ১৯৭১ সালে ছাত্র ইউনিয়ন করতেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর এ বক্তব্যকে সত্য বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম। বক্তব্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন নেতার মামলার নিন্দা করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) সভায় বক্তব্য দেওয়ার সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারে ভুল করেছেন প্রধানমন্ত্রী। আবদুল কাদের মোল্লাকে কসাই কাদের সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আবদুল কাদের মোল্লা ১৯৭১ সালে ছাত্র ইউনিয়ন করতেন। দুইজন মন্ত্রী ওই সময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। সাঈদীর ব্যাপারে ট্রাইব্যুনালের বিচার সঠিক হয়নি। সাঈদীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বিবৃতিতে বলেছেন, ডা. জাফরুল্লাহ প্রকৃত সত্যের একটি ক্ষুদ্র অংশ প্রকাশ করেছেন মাত্র। তাতেই সরকার তা সহ্য করতে পারছে না। ডা. জাফরুল্লাহকে হেয়প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

৭২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ হজযাত্রী

নূর নিউজ

আগামী নির্বাচন নিয়ে নানা গুঞ্জন: কোনটা গুজব, কোনটা সত্য?

নূর নিউজ

আমরা অর্থনীতিকে টিকিয়ে রাখার লড়াই করছি: মির্জা ফখরুল

নূর নিউজ