ডিজিটাল নিরাপত্তা আইনের ২ মামলায় ‘শিশু বক্তা’ মাদানীর বিচার শুরু

‘শিশু বক্তা’ নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার মতিঝিল ও গাজীপুরের গাছা থানায় দায়ের করা দুটি মামলার বিচার শুরু হয়েছে।

আজ বুধবার অভিযোগকারীদের জবানবন্দি নিয়ে ঢাকার একটি আদালতে এই বিচার কাজ শুরু হয়।

গত বছরের ৮ এপ্রিল রাষ্ট্রবিরোধী মন্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে সৈয়দ আদনান শান্ত মামলাটি করেন।

র‌্যাব-১ এর নায়েক সুবেদার মো. আব্দুল খালেক একই অভিযোগে একইদিন গাজীপুরের গাছা থানায় মাদানীর বিরুদ্ধে মামলা করেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশ সামস জগলুল হোসেন এক ঘণ্টা ধরে অভিযোগকারীদের জবানবন্দি রেকর্ড করেন।

পরে মাদানীর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে অভিযোগকারীদের জেরা করা হয়। ট্রাইব্যুনাল মামলাগুলোর পরবর্তী শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে গত বছরের ২৫ মার্চ মতিঝিল এলাকায় বিক্ষোভ থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি মুক্তি পান।

গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনার পূর্বতলা এলাকার পৈতৃক বাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে ডিজিটাল নিরাপত্তা আইনে গাছা, মতিঝিল ও তেজগাঁও থানায় করা চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ জাতীয় আরো সংবাদ

ইউটিউব থেকে উপার্জন: ইসলাম কী বলে?

নূর নিউজ

মক্কা ও মদিনায় আজ জুমার খুৎবা পাঠ করবেন যারা

নূর নিউজ

মা-বাবার হক আদায়ে সন্তানের যা করণীয়

নূর নিউজ