ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এর দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টার মধ্যে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে বলে জানায় সংস্থাটি।

এ জাতীয় আরো সংবাদ

হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

নূর নিউজ

সিইসি ও চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নূর নিউজ

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে গেল আহ তরা

নূর নিউজ