তহবিলে টান: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সহায়তা কমতে থাকলে মে থেকে রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ ৬ ডলারে নেমে আসতে পারে। এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

বিশ্লেষকদের শঙ্কা, রেশন কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ।

কমছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল। ঘাটতি মেটাতে এবার বাধ্য হয়ে খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, চলতি মাস থেকে জনপ্রতি বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছে। আগামীতে আরও কমবে বলেও জানানো হয়েছে সরকারকে। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশ।

রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় ৭ মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দপ্তরে বসছে যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) বৈঠক। এতে তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে। সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার জন্য দাতাদের প্রতিশ্রুতি পুরণের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করায় জোর দেবে বাংলাদেশ।

এ জাতীয় আরো সংবাদ

সশস্ত্র বাহিনীর সঙ্গে খেলতে আসবেন না: আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে সেনাপ্রধান

আলাউদ্দিন

ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালন করায় ইশা ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান

নূর নিউজ

হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

নূর নিউজ