তালেবান ও এনআরএফের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া

তালেবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন ইনচার্জ আলেক্সি জিয়াটসফ এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, তারা আফগানিস্তানে তালেবান এবং অন্যান্য দলের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত।

এর আগে গুজব রটে যে, তালেবানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ায় এনআরএফের প্রধান আহমেদ মাসুদ এবং জমিয়াতে ইসলামী দলের নেতা সালাহউদ্দিন রব্বানীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

যদিও দুই পক্ষই এই দাবি গুজব বলে উড়িয়ে দেয়।

গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দুই দল ইরানের রাজধানী তেহরানে কেবল একবারই মুখোমুখি হয়েছিল।

সে সময় আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ও আহমেদ মাসুদের মধ্যে আলোচনা হয়। ওই বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছিল বলে দাবি করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট

নূর নিউজ

জাপানের রাজধানী টোকিও গ্র্যান্ড মসজিদে কোরআনিক কর্মশালা অনুষ্ঠিত

নূর নিউজ

স্বাধীন কাশ্মীরের স্বপ্নদ্রষ্টা আলি শাহ গিলানীর ইন্তেকাল

নূর নিউজ