আফগান প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তালেবান নেতাদের বাকযুদ্ধ

নতুন সরকার গঠন নিয়ে কাবুলে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ভিতরে তালেবান নেতাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তা নিয়ে শুরু হয় বাকযুদ্ধ। তাদেরই সিনিয়র কয়েকজন কর্মকর্তা এ কথা বলেছেন বিবিসি’কে। তারা বলেছেন, তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদার গ্রুপ এবং মন্ত্রীপরিষদের এক সদস্যের মধ্যে দেখা দেয় ওই উত্তেজনা। সাম্প্রতিক সময়ে জনগণের দৃষ্টির আড়ালে ছিলেন মোল্লা আবদুল গণি বারাদার। এ নিয়ে তালেবান নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, তিনি মারা গেছেন। কিন্তু তালেবানরা আনুষ্ঠানিকভাবে এ রিপোর্ট প্রত্যাখ্যান করেন।

গত মাসে আফগানিস্তানের ক্ষমতা কেড়ে নেয় তালেবানরা। তারপর তারা দেশটিকে ‘ইসলামিক এমিরেট’ ঘোষণা করে। নতুন যে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীসভা গঠন করা হয়েছে তাতে পুরোটাই পুরুষ এবং তালেবানদের সিনিয়র নেতা। এমনকি গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে হামলায় যারা জড়িত এমন কয়েকজন নেতাও আছেন। তাদের কারো কারো বিরুদ্ধে এফবিআইয়ের ওয়ারেন্ট আছে।

তালেবানের একটি সূত্র বিবিসিকে বলেছেন, আবদুল গণি বারাদারের সঙ্গে শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এ নিয়ে উভয়ের সমর্থকদের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। তালেবান সিনিয়র সদস্য এবং এ ঘটনার সঙ্গে জড়িত কাতারে অবস্থানরত একটি সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, গত সপ্তাহে ওই বিতণ্ডার সৃষ্টি হয়। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে অসন্তুষ্ট ছিলেন উপপ্রধানমন্ত্রী আবদুল গণি বারাদার। তা নিয়েই বাক্য বিনিময় হতে থাকে। এক পর্যায়ে আফগানিস্তানে বিজয়ের জন্য তালেবানের কাকে কৃতীত্ব দেয়া হবে এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি তালেবান নেতা হিসেবে যোগাযোগ প্রতিষ্ঠা করেন আবদুল গণি বারাদার। সে ২০২০ সালের ঘটনা। তারপর কাতারের রাজধানী দোহায় মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি স্বাক্ষর হয়।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ইতিবাচক -ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের আশ্রয় দেবে পোল্যান্ড

নূর নিউজ

সুইডেনকে এখনই ন্যাটোর সদস্য করা হবে না: এরদোগান

নূর নিউজ