তাহাজ্জুদের অজু অবস্থায় চলে গেলেন হাজীগঞ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইসমাঈল

নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকার জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল হুসাইন ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (১৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি ইন্তিকাল করেন।

মাওলানা ইসমাঈল হুসাইন কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন। কিছু দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে মাদরাসায় চলে এসেছিলেন। আজ তাহাজ্জুদের সময় ওযু করার পর তিনি পড়ে যান এবং ইন্তিকাল করেন।

মাওলানা ইসমাঈল প্রচার বিমুখ একজন আলেম ছিলেন। ১৯৯২ সনে অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে তিনি গড়ে তোলেন হাজীগঞ্জ মাদরাসা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন।

ইন্তিকালের সময় তিনি ৩ ছেলে ৪ মেয়ে এবং বহু ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৩টায় মাদরাসার প্রাসঙ্গে তার জানাযা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

কেরানীগঞ্জ মারকাযুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনসারুল হক

সুদের টাকা দিতে না পারায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

আলাউদ্দিন

নিবন্ধন করেও মেসেজ না পেলে যা করবেন!

নূর নিউজ