তুরস্কে কিরাত সম্মেলনে গেলেন শাইখ আহমাদ বিন ইউসুফ

তুরস্কের একটি কিরাত সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি ও বাংলাদেশ কিরাত ইনস্টিটিউটের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

আগামী শনিবার (৯ এপ্রিল) তুরস্কের দিয়ারবাকির শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে মঙ্গলবার (১১ এপ্রিল) দেশে ফিরবেন শাইখ আহমাদ বিন ইউসুফ।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের কো-অর্ডিনেটর আলি বোরেক এক বিবৃতিতে এ তথ্য জানান।

কারি আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের পথপ্রদর্শক কারি মো. ইউসুফের (রহ.) বড় ছেলে।

এ জাতীয় আরো সংবাদ

রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

নূর নিউজ

শাহবাজ শরিফকে যা বললেন সৌদি যুবরাজ

নূর নিউজ

“সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনা”

নূর নিউজ