তুরস্ক-কাতারের নিয়ন্ত্রণে যাচ্ছে আফগানিস্তানের বিমানবন্দর

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই বিমান বন্দর পরিচালনা করার জন্য তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি করেছে তালেবান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দোহায় কাতার, তুরস্ক ও তালেবানের প্রতিনিধিদের মধ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আয়োজিত আলোচনা শেষ হয়েছে।

বিমানবন্দর কিভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান ছেড়ে চলে যায় যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যরা। তখন দেশটির প্রধান বিমান বন্দরের অবস্থা বেশ নাজুক হয়ে যায়। ধ্বংসপ্রাপ্ত হয় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জিনিসগুলো।

তখনই তুরস্ক তালেবানকে বিমানবন্দর পরিচালনা করার জন্য প্রস্তাব দেয়। যদিও তালেবান তখন তুরস্কের এ প্রস্তাবে সাড়া দেয়নি।

কিন্তু বর্তমানে বিমানবন্দর পরিচালনা করার মতো দক্ষ জনবল না থাকায় তালেবানকে অন্য দেশগুলোর কাছেই দায়িত্ব দিতে হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

নূর নিউজ

বাংলাদেশের সঙ্গে চার খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

নূর নিউজ

চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত

নূর নিউজ