দক্ষিণ কোরিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

দক্ষিণ কোরিয়ায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। এতে তিন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমানঘাঁটি কেটি-১ বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ঘটে এ দুর্ঘটনা। সেখানে ৩০ জনের বেশি দমকলকর্মী ও উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনা ও এর ক্ষতির কারণ নির্ধারণের জন্য একটি দল গঠন করা হয়েছে বলেও জানায় তারা।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি সরকারের সমালোচনা করে টুইটারে ১৪ পোস্ট, মার্কিন নাগরিকের ১৬ বছরের জেল

নূর নিউজ

তুরস্কের চন্দ্র মিশনের রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

আনসারুল হক

আগামী নির্বাচনেও লড়বেন না হিলারি

নূর নিউজ