দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় ছিটকে সড়কে, ২ বাইক আরোহী নিহত

দিনাজপুর সদর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাউগাঁও মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫) ও দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার জোতিষ চন্দ্রের ছেলে নবমুসলিম কৃষ্ণ চন্দ্র ওরফে আনারুল ইসলাম (৪২)।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে দুজনে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন।

ভোর সাড়ে ৫টায় তারা দিনাজপুর শহরের কাউগাঁও মোড় এলাকার রাজাপুকুর নামক স্থানে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকার একটি বিকল ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের লাশ বর্তমানে পুলিশ হেফাজতেই আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে

এ জাতীয় আরো সংবাদ

‘বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো’

আনসারুল হক

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবী ইসলামী ঐক্যজোটের

নূর নিউজ

কমতে পারে গরমের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস

নূর নিউজ