দাবানলে ছাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের কার্বন শহরের বিস্তীর্ণ অঞ্চল

দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের কার্বন শহরের ৮৫ ভাগ এলাকা পুড়ে গেছে। এতে ৮৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সহযোগিতা করতে গিয়ে শহরে বারবারা ফেনলি নামের শেরিফের এক সহকারি মারা গেছেন।

রোববার স্থানীয় গণমাধ্যম ডালাস মর্নিং নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেক্সাস এঅ্যান্ডএম ফায়ার সার্ভিস জানিয়েছে, টেক্সাসের অঙ্গরাজ্যের ডালাস থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমের ছোট শহরে চারটি দাবানলে ৫৪ হাজার একর পুড়ে গেছে। ইস্টল্যান্ড কাউন্টিতে বুধবার বা বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ে এ দাবানল। এটির মাত্র ৩০ ভাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা।

ইস্টল্যান্ড ফায়ার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২২৫ জন জনসংখ্যার এ শহরটির প্রায় ৮৫ ভাগ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদপত্র ডালাস মর্নিং নিউজ ধ্বংসস্তূপে পরিণত হওয়া কিছু বাড়ির ছবি প্রকাশ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা।

গত শুক্রবার টেক্সাসের ১১টি ছোট শহরকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এছাড়া শেরিফের সহকারি বারবারা ফেনলির সম্মানে ইস্টল্যান্ড কাউন্টির সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছে গভর্নরের দপ্তর।

এ জাতীয় আরো সংবাদ

সু্ইডেনে পুলিশের অনুমতি নিয়ে আবারও কুরআন পোড়ালো এক নারী

নূর নিউজ

হঠাৎ তুরস্ক সফরে যাচ্ছেন ইসরাইলের প্রেসিডেন্ট

নূর নিউজ

ফিলিস্তিনের বিপক্ষে অপতথ্য ছড়ানো প্রতিরোধে ডিজিটাল প্ল্যাটফমের্র প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

নূর নিউজ