দীর্ঘ ১১ মাস পর ফের চালু হলো দারুল উলুম দেওবন্দের শিক্ষা কার্যক্রম

দীর্ঘ এগার মাস বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। করোনার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো এতোদিন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উর্দূ অনলাইন গণমাধ্যম আসরে হাযির থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশ প্রশাসন থেকে দিকনির্দেশনা লাভের মাধ্যমে দীর্ঘ ১১ মাস পর শিক্ষা কার্যক্রম চালু হয়েছে দারুল উলুম দেওবন্দে।

জানা যায়, স্থানীয় শিক্ষার্থীরা মাদরাসার হেফজ, নাজেরা বিভাগ ও কিতাব বিভাগে নিয়মতান্ত্রিভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করবে। এভাবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও খোলার কথা জানা গেছে। তবে আবাসিক শিক্ষা কার্যক্রম চালুর জন্যে আরো কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।

প্রসঙ্গত, করোনা ইস্যুতে দারুল উলুম দেওবন্দ অনেক সতর্ক ও রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক সুস্পষ্ট ও সুন্দর ভূমিকা পালন করেছে। ভারতে লকডাউনের পর থেকে দারুল উলুম দেওবন্দ পুরোপুরিভাবে বন্ধ ছিল। সরকারি নির্দেশনায় মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

এ জাতীয় আরো সংবাদ

তালেবানের সরকার গঠনের পরপরই চীন থেকে বিপুল খাদ্য, পণ্য ও ওষুধ সহযোগিতা

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীর আত্মহত্যা: খোঁজ মিলেনি ১৮ দিনেও

নূর নিউজ

সাবমেরিন ব্যবহার করে রাশিয়ার দ্বিতীয় হামলা

নূর নিউজ