দুবাই ফিরতে ‘অনুমোদন’ লাগবে না বাংলাদেশিদের

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বৈধ বাসিন্দাদের ফিরে আসতে এখন থেকে আর জেনারেল ডিরেক্টরি অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স থেকে অনুমোদনের দরকার হবে না। এমন্টাই জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। বুধবার (১৭ ফেব্রুয়ারি) আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

ফলে এখন থেকে দুবাই প্রবাসীদের ফিরতে কোনো ধরনের অনুমতি নেয়া লাগবে না।

এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ফিরে আসা গ্রাহকেদেরকে ই-মেইলে উল্লেখ করা হয়েছে, দুবাইয়ের আবাসিক ভিসাধারীদের অনুমোদনের দরকার নেই।

১২ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে। তাই বর্তমানে দুবাইয়ে ফেরত আসা যাত্রীদের পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই।

এর আগে, দুবাইয়ের সব বাসিন্দাদের আমিরাতে ফিরে আসতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।

তবে সফরের জন্য এখন থেকে যাত্রীদেরকে ৭২ ঘণ্টা মেয়াদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্টে সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

লাওসের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নূর নিউজ

কাতারে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর নিউজ

কাতারে এনটিভি ও আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে ‘যাকাতের গুরুত্ব ও বিধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নূর নিউজ