দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার দোয়া

রাস্তাঘাটে চলাফেরায় অনেক সময় দুর্ঘটনা ঘটে। যথাসাধ্য সর্তকতা অবলম্বনের পাশাপাাশি আল্লাহর কাছে দোয়াও করা চাই। আল্লাহর রাসুল সা. এ বিষয়ে সুন্দর দোয়া শিখিয়েছেন।

বিশিষ্ট সাহাবি হজরত উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকালে এ দোয়া তিনবার পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না।’ দোয়াটি হচ্ছে-‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম’,

অর্থাৎ ‘আমি আল্লাহর নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতিসাধন করতে পারে না। তিনি সবকিছু শোনেন ও জানেন।’ (আবু দাউদ : ৫০৯০; তিরমিজি : ৩৩৮৮)

এ জাতীয় আরো সংবাদ

দ্বন্দ্ব নিরসনে নবীজির (সা.) বিচক্ষণতা

নূর নিউজ

রোজা ভাঙে না যেসব কারণে

নূর নিউজ

হাউজে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে যারা

নূর নিউজ