‘দেশে করোনার ভ্যাকসিন আসছে ২৫ জানুয়ারির মধ্যে’

নূর নিউজ: করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন দেশে আনতে গত নভেম্বরে চুক্তি করে বেক্সিমকো।

গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেন , প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।

এদিকে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করবেন। সেখানে টিকা–সংক্রান্ত তথ্য তুলে ধরা হতে পারে।

ভারত থেকে ঠিক কখন, কীভাবে এবং কী পরিমাণে বাংলাদেশ করোনার টিকা পাওয়া শুরু করবে, তা শুক্রবার পর্যন্ত সরকারি পর্যায়ে নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যেই গতকাল রোববার টিকার প্রথম চালান আসার কথা জানা গেল।

এর আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, ইতিমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ

নূর নিউজ

আওয়ামী লীগ দেশটাকে পারিবারিক সম্পত্তি বানিয়েছে: জিএম কাদের

নূর নিউজ

কাঁচামরিচের কেজি ১২০০ টাকা

নূর নিউজ