ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত.

শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোর ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

রোববার (৭ নভেম্বর) বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

বুধবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়; যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয় ।

 

 

 

 

এমএন/টিআই

এ জাতীয় আরো সংবাদ

বিমানবন্দরগুলোতে বিটিভি দেখানোর নির্দেশ সরকারের

নূর নিউজ

নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ড. ইউনূসের

নূর নিউজ

আজ ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

নূর নিউজ