নাইজেরিয়ায় মসজিদে নামাজরত ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করা হয়েছে। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারী সন্ত্রাসীরা।

নাইজারের মাশেগু এলাকার বা’য়ারে গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে সন্ত্রাসীরা।

হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটর সাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে সন্ত্রাসীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এ জাতীয় আরো সংবাদ

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ভা’রতে’র সেই মন্ত্রী গ্রেফতার

নূর নিউজ

বিদ্যুৎ সাশ্রয় : এবার ফ্যানের উৎপাদন-বিক্রয় বন্ধ হচ্ছে পাকিস্তানে

নূর নিউজ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহর বৈঠক

নূর নিউজ