নিউইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ

নিউ ইয়র্কে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে সেখানে বিশ্বের যেকোন একটি দেশের চেয়ে অধিক পরিমাণে করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। ফলে গা শিউরে উঠার মতো এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় ওই রাজ্যে। কর্তৃপক্ষ কয়েক মাসের চেষ্টায় সেই সংক্রমণ কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু সোমবার গভর্নর অ্যানড্রু কুমো সতর্ক করেছেন। বলেছেন, কোভিড-১৯ পরীক্ষায় আবার পজেটিভের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ১.৫ ভাগ। এ রাজ্যের জন্য এটা এক উদ্বেগজনক অবস্থা। কারণ, এর আগে সেখানে এই হার ছিল শতকরা প্রায় ১ ভাগ।

ছবি: ইন্টারনেট

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, কিছু এলাকায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এর মধ্যে রয়েছে ব্রুকলিন ও কুইন্স। এসব এলাকায় বসবাস করেন বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। নতুন করে এই সংক্রমণ যুক্তরাষ্ট্রের আরো অনেক এলাকার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় ৪৫ হাজার মানুষ। এক সপ্তাহ আগে এই হার ছিল ৪০ হাজার। দু’সপ্তাহ আগে ছিল ৩৫ হাজার। বার্তা সংস্থা রয়টার্সের মতে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ২৭টিতে গত দু’সপ্তাহ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন

আনসারুল হক

২৮ প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নূর নিউজ

প্রবাস আয় বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে

নূর নিউজ