নিজেদের গুলিতেই ২ ইসরাইলি সৈন্য নিহত

নিজ বাহিনীর অপর সদস্যের গুলিতে নিহত হয়েছেন ইসরাইলের দুই সৈন্য। জর্ডান ভ্যালিতে একটি সেনা ক্যাম্পের কাছে রাতে নিরাপত্তা টহলের সময় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

সেনা সূত্র বলছে, তাদেরকে চিনতে ভুল করে সহকর্মীরা গুলি করায় এ ঘটনা ঘটেছে। সেনা সূত্র আরো বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।নিহত সৈন্যরা হলেন, মেজর আফেক আহারন (২৮) ও মেজর ইতামার ইলহারার। দুজনই ছিলেন কোম্পানি কমান্ডার।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন।

সূত্র : এবিসি নিউজ/এপি

এ জাতীয় আরো সংবাদ

মাস্ক না পরায় ইতালিতে ৩জনকে জরিমানা

আনসারুল হক

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠ রণক্ষেত্র, নিহত ১২৯

নূর নিউজ

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

নূর নিউজ