নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের সাথে প্রতারণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে ১০ টাকায় চাল দেয়ার কথা বলে এখন ৭০ টাকায় চাল কিনতে হচ্ছে। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে সকল রেকর্ড ভঙ্গ করেছে।

তিনি বলেন, একদিকে সরকার দুর্নীতিবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আঙ্গুল ফুলে বটগাছ বানাচ্ছে, দলীয় নেতাকর্মীরা উন্নয়নের নামে রাষ্ট্রের সম্পদ লুটতরাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পরিবারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ থেকে আরও ইমাম-মুয়াজ্জিন নিতে কাতারকে অনুরোধ রাষ্টদূত জসীম উদ্দিনের

নূর নিউজ

পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

নূর নিউজ