নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদে পড়বে : আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ এপ্রিল) নগরের মেহেদীবাগ বাসভবনে পেশাজীবী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, রমজান মাসেও আন্দোলন অব্যাহত ছিল, এই আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত জনগনের সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববাসী বাংলাদেশের প্রতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণ বন্দি অবস্থায় দেশে বসবাস করছে। এখানে জনগনের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, নিরাপত্তা নাই।

এ সময় বিএনপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতারা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

এবার ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা বিএনপির

নূর নিউজ

পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা : আইজিপি

নূর নিউজ

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ আবু রাহাত

নূর নিউজ