নোয়াখালীতে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজউদ্দিনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মো. সেলিমের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, সোমবার (৬ ডিসেম্বর) ভোরে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাফেজ মো. সেলিম সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামের মো. সরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ইমাম মো. সেলিম ফজরের নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে মসজিদ কমিটি খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরো সংবাদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরও ২ মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ১০

নূর নিউজ

দাড়ি থাকায় ইমরানকে চাকরি দিলোনা আড়ং : ফেসবুকে নিন্দার ঝড়

আলাউদ্দিন

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ

নূর নিউজ