নামাজে গিয়ে রিকশা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি জেঁকে বসেছে। বন্যার্ত মানুষের হাহাকার চলছে। কোটি কোটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের ৬০ লাখ টাকা বরাদ্দে জাতি বিস্মিত ও লজ্জিত। যেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হয় ২০০ কোটি টাকা। সেখানে বানভাসিদের জন্য এত অল্প বাজেট সরকারের জন্য বেমানান।

 

আজ রোববার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি ছিলের দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, শ্রমিকনেতা মুফতি মোস্তফা কামাল, ছাত্রনেতা নূরুল করীম আকরাম, যুবনেতা মুফতী কাওছার বাঙ্গালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা নুরুদ্দীন, মাওলানা মহিউদ্দিন প্রমুখ।

 

পীর সাহেব বলেন, সরকার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করছে। ৯২ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা সিলেবাস থেকে রাসূল সা. ও সাহাবায়ে কেরাম রা.-দের জীবনীসহ ইসলাম শিক্ষার নানান বিষয় বাদ দিয়ে হিন্দুত্ববাদের নানান বিষয় পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করেছে। যা দেশের জনগণের অন্তরে রক্তক্ষরণের শামিল। শিক্ষা সিলেবাসে ইসলামবিদ্বেষ কখনোই মেনে নিবে না। তিনি বলেন, নতুন শিক্ষা সিলেবাস দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিবে। অবিলম্বে এমন পাঠ্যপুস্তক বাতিল করে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কোনভাবেই ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন, পানি আগ্রাসনসহ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রুখে দিতে হবে।

 

নোয়াখালীতে নামাজে গিয়ে রিকশা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন পীর সাহেব চরমোনাই

নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক তাজুল ইসলাম এক মাসের অধিক সময় যাবৎ রিক্সা হারিয়ে যখন আয় উপার্জনহীন হয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তখন তাঁর এই দুঃসংবাদ জানতে পেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ ৩ জুলাই, রবিবার, নোয়াখালী সফরে গিয়ে বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলামকে একটি রিক্সা কেনার অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। দুশ্চিন্তা মুক্ত করতে পীর সাহেব চরমোনাই একটি রিক্সার ব্যবস্থা করায় রিক্সা চালক তাজুল ইসলাম পীর সাহেব চরমোনাই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন।

উল্লেখ্য-নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে রিকশা না পেয়ে বেঙ্গে পড়েছিলেন। রিকশা চুরি হয়ে হওয়ায় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে বিমুষড়ে পড়েছিলেন বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলাম

এ জাতীয় আরো সংবাদ

কক্সবাজারে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের ত্রাণ বিতরণ

আনসারুল হক

এক নজরে মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরীর বর্ণাঢ্য জীবন

নূর নিউজ

কাতারস্থ আলনূর কালচারাল সেন্টারের নবগঠিত পরিচালনা পরিষদকে বাংলাদেশ শাখার অভিনন্দন

আনসারুল হক