পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজার পদত্যাগ!

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় ফের অস্থিরতা শুরু হয়েছে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত থেকে শুরু হওয়া এই অস্থিরতার মাঝে আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে বর্তমান মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযা ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু এখন পর্যন্ত তার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তবে মাওলানা ওবায়দুল্লাহ হামযা স্বাক্ষরিত একটি ইস্তফাপত্র শ্যোসাল মিডিয়ায় দেখা যায়। যেখানে লেখা আছে, পটিয়া মাদরাসার শিক্ষক ও ছা্ত্রসহ সবাই আমার বিগত কর্মজীবনের ও মাদরাসার উসুলে হাস্তেগানার বিরুদ্ধে কর্মকান্ড পরিলক্ষিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের ভবিষ্যত ও বর্তমানের কথা মাথায় রেখে চলমান পরিস্থিতি নিরসের জন্য আমি স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মজলিসে এলমির সদস্য ও মুরব্বিদের উপস্থিতিতে সকল দায়িত্ব থেকে ইস্তফা নামায় স্বাক্ষর করলাম। এবং মুহতামিমের পদ থেকে ইস্তফা দিলাম।

এদিকে এই ইস্তফাপত্র মাওলানা ওবায়দুল্লাহ হামযার কাছ থেকে চাপ প্রয়োগ করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। সূত্রটি জানায়, মাওলানা ওবায়দুল্লাহ হামযা লাইভে এসে বিষয়টি নিয়ে খোলাসা করবেন।

অপরদিকে, রাতের অস্থিরতার পর সকালে মাদরাসা মাঠে ছাত্রদের জমায়েতে প্রতিষ্ঠানের সদরুল মুদাররিসিন মুফতি আহমাদুল্লাহকে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি মাওলানা ওবায়দুল্লাহ হামযার ইস্তফার কথাটি উল্লেখ করেন। এছাড়া আজ রোবাবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শুরা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয় ওই জমায়েতে। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো শুরা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৭ অক্টোবর নানা জটিলতার পর শুরা বৈঠকের দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন জামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরুল মুদাররেসিন আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ, নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু তাহের নদভী, সিনিয়র মুহাদ্দিস মুফতি শামসুদ্দিন জিয়া, সিনিয়র মুহাদ্দিস মাওলানা একরাম হোসাইন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল জলিল কাওকাব।

তখন উদ্ভুত ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২ নভেম্বর ২০২৩ শুরা বৈঠকের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে জামিয়া পটিয়া কর্তৃপক্ষ। শুরার চুড়ান্ত তারিখ ঘোষণা করায় ক্লাস বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তারা। এরপর থেকে সবাই ২ তারিখের শুরার জন্য অপেক্ষা করছিলো। ক্লাসসহ সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু হঠাৎ কী কারণে গত রাতে এই অস্থিরতা তৈরি হয় তা এখনো নিশ্চিত করা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

নূর নিউজ

বাড়ছে আত্মহত্যার প্রবণতা; কী ভাবছেন বিশিষ্টজনেরা

নূর নিউজ

ঢিলেঢালা লকডাউন; সড়কে প্রচুর গাড়ি, খুলতে শুরু করেছে দোকানপাট

নূর নিউজ