পরিষ্কার হৃদয়ে পৃথিবী সুন্দর

মুফতী মুহাম্মাদ আলী কাসেমী

আয়নার কাঁচ যদি ময়লা হয় বা ধুলোয় ঢেকে যায়, তাহলে কি আমরা নিজেদের মুখ স্পষ্ট দেখতে পাই? না, আয়নাটি যতই মূল্যবান হোক, যতই সুন্দর নকশার ফ্রেমে বাঁধানো হোক—তবু ঝাপসা কাঁচে আমরা কখনোই নিজের প্রকৃত প্রতিচ্ছবি দেখতে পারি না।

ঠিক তেমনই, আমাদের ‘মন’ যদি ময়লা হয়, যদি সেখানে হিংসা, বিদ্বেষ, অহংকার আর সন্দেহের ধুলো জমে থাকে, তাহলে আমরা কখনোই অন্যকে সঠিকভাবে দেখতে পারবো না। কেউ ভালো হলেও আমাদের চোখে খারাপ লাগবে, কেউ নিষ্পাপ হলেও আমাদের মনে সন্দেহ জাগবে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন,
“সেই দিন ধন-সম্পদ বা সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না, কেবল সেই ব্যক্তিই সফল হবে যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে।”
(সূরা আশ-শুআরা: ৮৮-৮৯)

হৃদয় যদি কালো হয়ে যায়, সেখানে ভালোবাসার আলো প্রবেশ করতে পারে না। যদি মন কলুষিত হয়, তাহলে সত্যিকারের সৌন্দর্য আমাদের চোখে পড়ে না। যেমন কুয়াশাচ্ছন্ন আয়নায় নিজের মুখ দেখা যায় না, তেমনি ঈর্ষা ও ঘৃণার ধোঁয়ায় ঢেকে যাওয়া অন্তরে অন্যের মহত্ত্ব ধরা পড়ে না।

কিন্তু যদি আমরা আমাদের হৃদয়টাকে ভালোবাসা, ক্ষমা আর উদারতার আলো দিয়ে ধুয়ে ফেলি, যদি আমরা অহংকারের ভার নামিয়ে রেখে বিনম্র হতে শিখি, তাহলে চারপাশের পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর হয়ে উঠবে। অন্যের মধ্যে ভুল নয়, আমরা ভালোত্ব খুঁজে পাবো। অন্যের হাসিতে ঈর্ষা নয়, বরং আনন্দ অনুভব করব।

হযরত হাফেজ্জী হুযুর রহিমাহুল্লাহ বলতেন:
“মানুষের খুবি (ভালো দিক) দেখন ছাই” – অর্থাৎ দোষে গুণেই তো মানুষ। সবসময়ই মন্দ দিক না দেখে অন্যের ভালো গুণগুলো দেখা উচিত। মাছির নজর থাকে ময়লার স্তূপে আর মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের বাগান। মাছি নয় বরং মৌমাছি হতে হবে।

তাই, তুমি নিজের আয়নাটাকে কখনো ঝাপসা হতে দিও না। নিজের মনটাকে ঘৃণার ধুলা-ময়লা থেকে রক্ষা করো। কারণ, পরিষ্কার হৃদয়ে দুনিয়া একদম অন্যরকম—একটা অপূর্ব, ভালোবাসায় ভরা, প্রশান্তিময় জান্নাতুল ফেরদাউসের মতো।

হে আল্লাহ! আমাদের অন্তরকে হিংসা-বিদ্বেষের কালিমা থেকে মুক্ত করে দাও। আমাদের হৃদয়কে ভালোবাসা, ক্ষমা ও দয়া দিয়ে পরিপূর্ণ করো। আমীন ইয়া রব্বাল আলামীন।

লেখক: প্রধান মুফতী ও শাইখুল হাদীস, জামিয়া আরাবিয়া রবিউল উলুম ঢাকা ও জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা।

এ জাতীয় আরো সংবাদ

জিলহজ মাসের যেসব দিনে রোজা রাখা সুন্নত

নূর নিউজ

অপসংস্কৃতির ফেতনা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

নূর নিউজ

বিপদাপদে ধৈর্যধারণ যে কারণে জরুরি

নূর নিউজ