পরীক্ষামূলকভাবে চালু হলো ‘মেসেজ টু কমিশনার’

নগরবাসীর অভিযোগ সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগের বিষয়গুলো সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এখন থেকে ০১৩২০২০২০২০ ও ০১৩২০১০১০১০ এই দুই নম্বরে ভয়েস ম্যাসেজ বার্তা ও হোয়াটসঅ্যাপে নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন।

এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নগরবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

সেন্টমার্টিন বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না : প্রধানমন্ত্রী

নূর নিউজ

প্রবাসী কর্মীদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট

আনসারুল হক

কঠোর লকডাউনের সময় আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ

আনসারুল হক