পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা: ডিবি থেকে সাকলায়েনকে প্রত্যাহার

নূর নিউজ: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সঙ্গে সম্পর্কের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

এর আগে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছিলেন, সাকলায়েনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে পরীমনি ও শিথিলের সম্পর্ক বিষয়ের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সাংবাদিকদের তিনি বলেন, পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি সিআইডি খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, পরীমনির মামলা তদন্ত সংশ্লিষ্টে কারও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পেলে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

৮০ দিন পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আনসারুল হক

শবে কদর তালাশের আহ্বান জানালেন হেফাজত মহাসচিব

নূর নিউজ

ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা

আনসারুল হক