ফিলিস্তিনের গাজা ইস্যুতে পশ্চিমারা ‘নির্লজ্জ দ্বিচারিতা’ করছেন বলে মন্তব্য করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ।
তিনি বলেছেন, গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ হয়েছে।
জর্ডানের রানি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা একটি নির্লজ্জ দ্বিচারিতা দেখেছি। যখন ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালো, তখন বিশ্ব তাৎক্ষণিক ইসরায়েলের পক্ষ নিলো এবং তার আত্মরক্ষার অধিকার আছে বলে দ্ব্যর্থহীনভাবে মতামত জানালো। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্ব নীরব।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন রানিয়া। সাক্ষাৎকারটি মঙ্গলবার সম্প্রচারিত হয়।
জর্ডানের রানি রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ, বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না। সূত্র: সিএনএন