পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তরা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষজন রাস্তায় নেমে আসছে।

প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল। একজন সরকারি কর্মকর্তা বলেন, কাঠামো ভেঙে পড়ায় মানুষ মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দূকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুত্বর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে শুরু হলো কর্নার বুস্টার ডোজ!

নূর নিউজ

ভ্লাদিমির জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা

নূর নিউজ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নূর নিউজ