পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন

পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় চীন। চীনা প্রতিরক্ষামন্ত্রী সোমবার (৮ মে) পাকিস্তানের নৌবাহিনী প্রধানকে একথাই বলেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রী সোমবার পাকিস্তানের নৌবাহিনী প্রধানকে বলেছেন, এই অঞ্চলে নিরাপত্তা রক্ষায় দুই প্রতিবেশীর সক্ষমতা বাড়ানোর জন্য নৌবাহিনীসহ সামরিক বাহিনীকে ‘সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত’ করা উচিত।

পাকিস্তান ও চীনের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক বহু বছর আগের এবং উভয় দেশের নৌ ও বিমান বাহিনী একে অপরের ভূখণ্ডে দ্বিপাক্ষিক সামরিক মহড়া চালিয়ে থাকে।

রয়টার্স বলছে, চীনের জন্য মালাক্কা প্রণালীতে সামুদ্রিক অবরোধের ক্ষেত্রে পাকিস্তান এবং আরব সাগরে দেশটির প্রবেশাধিকার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০১৭ সালে ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীন তার প্রথম বিদেশি সামরিক ঘাঁটি চালু করার পর এই অঞ্চলে চীনা আগ্রহ প্রতিবেশী ভারতের উদ্বেগকে অনেকটা বাড়িয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে বেইজিং সফরে গেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজি। আর সেখানেই চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধানকে বলেছেন, দুই দেশের সামরিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান অংশ।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে লি বলেছেন, ‘দুই সামরিক বাহিনীকে সহযোগিতা বিনিময়ের নতুন ক্ষেত্রগুলো প্রসারিত করা উচিত, সব ধরনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করার জন্য সহযোগিতার নতুন উচ্চতায় নেওয়া উচিত এবং দুই দেশ ও অঞ্চলের নিরাপত্তা স্বার্থ যৌথভাবে বজায় রাখা উচিত।’

এর আগে গত এপ্রিলের শেষের দিকে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউজিয়া বলেছিলেন, চীনা সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে সহযোগিতা আরও গভীর ও প্রসারিত করতে ইচ্ছুক। আর এরপরই চীন সফরে যান পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজি।

চীনা অর্থায়নে পাকিস্তানের গোয়াদারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হয়েছে। তবে চীন এখনও পর্যন্ত প্রকাশ করেনি যে, তারা পাকিস্তানের এই কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে সামরিক ভাবে প্রবেশাধিকার চেয়েছে কিনা।

অবশ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এর আগে পাকিস্তানকে ভবিষ্যতে চীনা সামরিক ঘাঁটির সম্ভাব্য অবস্থান হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গোয়াদার বন্দরকে চীনের সম্ভাব্য অবস্থান হিসেবে দেখা হয়েছে। আর এসব কিছুই নয়াদিল্লির উদ্বেগকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

মুসলিম রাষ্ট্র মিসরেও হিজাব পরে বৈষম্যের শিকার নারীরা

নূর নিউজ

মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে অন্তর্বর্তী আফগান সরকার ঘোষণা

আনসারুল হক

কর্ণাটকের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়া হয়নি হিজাব পরা শিক্ষার্থীদের

নূর নিউজ