পালিয়ে জার্মানিতে পিজ্জা ডেলিভারি করছে আফগানিস্তানের সাবেক মন্ত্রী

জার্মানির রাস্তায় রাস্তায় পিৎজা বিক্রি করছেন আফগানিস্তানের সাবেক মন্ত্রী! সেই ছবি প্রকাশ করেছে আল জাজিরা আরব। সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে ঘানি মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু পরবর্তীতে মতবিরোধের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। চলে যান জার্মানি। টাকার অভাবে কাজ নেন পিৎজা ডেলিভারির।

২০১৮ সালে আশরাফ ঘানির মন্ত্রিসভায় যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে যোগ দেন সৈয়দ আহমেদ শাহ সাদাত। দুই বছর আফগানিস্তানে মন্ত্রী হিসেবে কাজ করেন। পরে আশরাফ ঘানির সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর থেকে সাদাত জার্মানির লিপজিগে আছেন। অর্থসংকট মেটাতে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয় তাকে।

স্কাই নিউজকে সাদাত জানিয়েছেন, জার্মানি এসে টাকা ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে পিজা ডেলিভারির কাজ নিতে হয়েছে। অক্সফোর্ডের ডাবল মাস্টার্স ডিগ্রিধারী সাদাত দীর্ঘ দিন বিশ্বের বিভিন্ন বহুজাতিক কোম্পানির উচ্চ পদে কাজ করেছেন। টেলিকম ক্ষেত্রে ২৩ বছর কাজ করেছেন সাদাত। কাজের সূত্রে ঘুরেছেন সৌদিসহ বিশ্বের ১৩টি দেশ। ২০১৮ সালে চাকরি ছেড়ে আফগান মন্ত্রিসভায় যোগ দেন। ২০২০ সালে সব ছেড়ে জার্মানি চলে যান।

এক সময় চারপাশে নিরাপত্তারক্ষী নিয়ে চলতেন, এখন সাইকেল নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পিৎজা ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে স্কাই নিউজকে সাদাত জানিয়েছেন, তার জীবনযাত্রা এশিয়া ও আরব বিশ্বের ক্ষমতাবানদের সাথে মেলালে চলবে না। বরং নিজের জীবনকেই এ ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে জানান তিনি।

দেশ চালানোর কাজ ছেড়ে লিপজিগের রাস্তায় পিৎজা ডেলিভারির কাজ নেওয়া প্রাক্তন আফগান মন্ত্রী বলেন, ঘানি সরকারের এত দ্রুত পতন হবে তা ভাবতে পারেননি তিনি।

এ জাতীয় আরো সংবাদ

জোর করে মুসলিম নারীর হিজাব খোলায় যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে মামলা

নূর নিউজ

র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নূর নিউজ

ইউক্রেনে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

নূর নিউজ