প্রতিকূলতার মাঝেও হকের উপরে টিকে থাকতে হবে: জমিয়ত

ইসলাম শান্তির ধর্ম। ইসলামী জীবন বিধানেই রয়েছে মানুষের ইহ ও পৌরলৌকিক মুক্তি। মানুষের ব্যক্তিজীবন থেকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মন্ডলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় শত প্রতিকূলতার মাঝেও হকের উপর টিকে থাকতে হবে। উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

আজ সোমবার (২৩ আগস্ট) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ বৈঠক জমিয়ত মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান, জমিয়ত ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, এই ঘূণে ধরা সমাজকে বিনির্মাণের জন্য ইসলামপ্রিয় তৌহিদীজনতা ও জমিয়ত কর্মীদেরকে সোচ্চার ও তৎপর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নেতৃবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রতি লক্ষ্য রেখে কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই

আনসারুল হক

স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতি আগামীকাল লন্ডন যাচ্ছেন

নূর নিউজ

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন আটক ৩৮৩ জন

আনসারুল হক