প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মিশিগানে আ.লীগের বিক্ষোভ মিছিল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান মহানগর আওয়ামী লীগ।

রোববার (৫ জুন) বিকালে হ্যামট্রামিক শহরের বাংলা টাউনের কনান্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় একটি রেস্টুন্টে প্রতিবাদ সভায় মিলিত হন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন- মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ খান, সালেহ আহমদ বাদল, আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক শুয়েব খান, দপ্তর সম্পাদক নুরুল হাসান পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম খচ্ছরু, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সদস্য হারুন আলী, তাহের উদ্দিন লুৎফুর, সাজন চৌধুরী, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, শেখ সেবুল আহমদ, মারুফ খান, ইয়ান উদ্দিন প্রমুখ।

আরও বক্তব্যে রাখেন- মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদোজা জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, সদস্য আনোয়ার হোসেন, কাজী নাঈম, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইজাজুল হোসেন, যুগ্ম সদস্য সচিব হামিদ খান, মিশিগান স্টেট ছাত্রলীগ নেতা জিসান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

বিএনপি ও ছাত্রদল ৭৫ সালের ঘটনা ঘটানোর হুমকি দেয়। আওয়ামী লীগ সৈনিকেরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। বিএনপির ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে অভিবাসী শ্রমিকদের সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নূর নিউজ

এশিয়ার বন-জঙ্গলের চেয়ে যুক্তরাষ্ট্রে ঘরে-চিড়িয়াখানায় দ্বিগুণ বাঘ

নূর নিউজ

টেক্সাসের বিরুদ্ধে মামলা করলো বাইডেন প্রশাসন

নূর নিউজ