প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ, নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (১৯ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাতের সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে তিনি জানান।

এম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেইসঙ্গে সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান তিনি। এসময় গণতন্ত্র ও নির্বাচনকালীন সরকার নিয়েও আলোচনা হয়েছে বলে শাখাওয়াত মুন জানান।

এ জাতীয় আরো সংবাদ

একটাই দাবি, এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চাই: মির্জা আলমগীর

নূর নিউজ

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক

নূর নিউজ

বিএনপি না, দ্রব্যমূল্যই মাথাব্যথা: ওবায়দুল কাদের

নূর নিউজ