প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি: বাণিজ্যমন্ত্রী

গণভবনে সংবাদ সম্মেলনের পর ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট’ নিয়ে প্রধানমন্ত্রী তাকে কিছু বলেননি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা তাঁর সঙ্গে ছিলাম। তখন তিনি এ বিষয়ে কিছু বলেননি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে একজন সম্পাদক প্রশ্ন করেন, ‘কিছু মৌসুমি সিন্ডিকেট বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেছেন, এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না’। এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব।’ এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশী বলেন, ‘এটা তো প্রধানমন্ত্রী বলেছেন। তিনি কি মনে করে বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, তা আমি কীভাবে বলব। তিনি বলেন, আমি ঠিক জানি না, প্রধানমন্ত্রী কি উদ্দেশ্যে কথাটা বলেছেন। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙব- এই কথা তো আমি কখনও বলি না।

টিপু মুনশী বলেন, আমি বলেছি যে, যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন তা নিয়ন্ত্রণের চেষ্টা করি। কখনও কখনও আমাদের লোকবল কম হওয়ার কারণে সমস্যা হয়।

সে কথাটাই বলেছি। জানি না, কাল প্রশ্ন কি হয়েছিল, কি প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমি সংসদে বলেছি যে, কিছু কিছু ব্যবসায়ী সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে জেল-জুলুম ব্যবস্থা নিলে মানুষের সাফারিংস (ভোগান্তি) আরও বাড়বে। আমরা আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করি। ডিমের দাম বাড়ার সময় বলেছিলাম যে, প্রয়োজনে সাপ্লাই বাড়াতে আমদানির ব্যবস্থা করব।

এ জাতীয় আরো সংবাদ

বিএনপি এখন বলে তারেক জিয়াই সব শেষ করলো, নির্বাচন করলেই ভালো হতো

নূর নিউজ

আগামী মাসে জাপান যাবেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

ডিপো থেকে আরও ২ জনের লাশ উদ্ধার

নূর নিউজ