প্রস্রাবের পর টিস্যু নিয়ে হাঁটা-চলা করা কি জরুরি?

প্রস্রাব-পায়খানার পর ভালোভাবে পরিস্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি। পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একজন মুসলমানের জন্য সব সময় পরিচ্ছন্ন থাকা জরুরি। দিনে পাঁচবার ইসলামের অন্যতম বিধান নামাজ আদায় করতে হয়। নামাজ পরিচ্ছন্নতা ও পবিত্রতা ছাড়া আদায় করা সম্ভব নয়।

অনেকেই প্রস্রাবের পর ঠিকমতো পবিত্রতা অর্জন করেন না। অথচ এটি নয়। কারণ, এই অপবিত্রতার কারণে কবরের আজাবের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাসূল সা.। ইবনে আব্বাস রা. বলেন—

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, যাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، ثُمَّ قَالَ: بَلَى، كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ…

তাদের আজাব হচ্ছে। (এমন) বড় কোনো কারণে আজাব হচ্ছে না, (যা থেকে বাঁচা খুব কঠিন)।

এরপর বললেন, হাঁ, (তবে তাদের বড় গুনাহ)- তাদের একজন পেশাব থেকে ‘ইস্তিবরা’ করত না, আরেকজন পরনিন্দা করত। (সুনানে নাসায়ী, হাদিস : ২০৬৮, ২০৬৯)

হাদিস শরিফে পেশাব থেকে ইস্তিবরা তথা পবিত্র থাকা এবং পবিত্রতা অর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একটি স্তর এটাও, যাকে ফিকহের কিতাবে এভাবে ব্যক্ত করা হয়েছে-

طلب البراءة من الخارج بما تعارفه الإنسان من مشي أو تنحنح أو غيرهما إلى أن تنقطع المادة

ইস্তিবরা হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য প্রত্যেকের অভ্যাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যেমন, এতটুকু হাঁটা-হাঁটি, গলা খাকারি ইত্যাদি করা যে, পরে আবার পেশাবের ফোঁটা আসার সম্ভাবনা না থাকে।

সুতরাং পেশাব থেকে পবিত্রতা অর্জনের জন্য যার যে পদ্ধতি অবলম্বন করার করবে; যার হাঁটা প্রয়োজন শালীনতা বজায় রেখে সেভাবে পবিত্র হবে। তবে সমাজে অনেকের মাঝে প্রচলিত ধারণা হলো, ভালোভাবে পবিত্র হওয়ার জন্য ৪০ কদম পরিমাণ হাঁটা-চলা করতে হবে।

আলেমদের মতে, সবার জন্য প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করে হাঁটতে হয় এ ধারণাটি ভুল। যাদের প্রস্রাব শেষ করার পরও বেশ কিছুক্ষণ ফোটা ফোটা প্রস্রাব ঝরে, তারা পরিপূর্ণ পবিত্রতার জন্য টিস্যু নিয়ে একটু হাঁটাহাটি করে থাকে। যাতে করে ফোটা ফোটা প্রস্রাব নালি থেকে বের হয়ে যায়। এটা সবার জন্য আবশ্যকীয় কোন বিষয় নয়। তবে পেশাবের ফোটা থেকে পবিত্র থাকা আবশ্যক।

হজরত ঈসাব বিন ইয়াযদাদ আল ইয়ামানী তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূল সা. ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ প্রস্রাব করে, তখন সে যেন তার লজ্জাস্থানকে তিনবার ঝেড়ে নেয় বা পবিত্র করে নেয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৬)

এ জাতীয় আরো সংবাদ

২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

নূর নিউজ

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন আটক ৩৮৩ জন

আনসারুল হক

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় ‘গভীর ষড়যন্ত্র’

নূর নিউজ