ফরিদপুরে দুই মুসলিম শ্রমিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: হাসানাত আমিনী

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনকে কেন্দ্র করে দুই মুসলিম সহোদর শ্রমিককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, ফরিদপুরে যে নিরীহ মুসলিম শ্রমিকরা জীবন বাজী রেখে মন্দিরের আগুন নিভিয়েছে সুপরিকল্পিতভাবে তাদের উপর বর্বরোচিত হামলা করে দুই সহোদর ভাইকে হত্যা ও পাঁচজন শ্রমিককে গুরুতর আহত করা করা হয়েছে। আমরা মনে করি, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ষড়যন্ত্র।

এ ঘটনায় আমরা ব্যথিত ও মর্মাহত। তিনি বলেন, ফরিদপুরের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উগ্র হিন্দু সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় যে কোন উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই তার দায়ভার বহন করতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎিসা দেয়ার দাবী জানাচ্ছি।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা শাহ আব্দুল হালীম বুখারী (রাহ.) এর মৃত্যুতে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক প্রকাশ 

নূর নিউজ

দেশে দুর্নীতি রয়েছে: পরিকল্পনামন্ত্রী

নূর নিউজ

২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

নূর নিউজ