ফিলিস্তিনের মসজিদে মসজিদে তুরস্ক ও সিরিয়ার মানুষদের জন্য দোয়া

ফিলিস্তিনের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার ভ্রাতৃপ্রতীম মানুষদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মসজিদগুলোতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দেশ দুটির মানুষদের জন্য দোয়া করেন।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা প্রায় ২৪ হাজারের মতো।

প্রার্থনার পাশাপাশি মুসল্লিরা জরুরি ত্রাণ পাঠানোর জন্য তহবিল গঠন করেন। এ কাজে সহায়তা করছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়।

পশ্চিমতীরের প্রচীন শহর হেবরনে অবস্থিত ঐতিহাসিক আল-ইব্রাহিমি মসজিদের পরিচালক ঘাসান রজবি বলেন, আমরা আমাদের তুর্কি ও সিরীয় ভাইদের এ দুর্দিনে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

তাদের জন্য প্রার্থনার পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭৩ সদস্য বিশিষ্ট ফিলিস্তিনের একটি উদ্ধারকারী দল সিরিয়া ও তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা করে।

দলটিতে আছে ফিলিস্তিনি রেডক্রিসেন্টের উদ্ধারকর্মী, চিকিৎসক ও নার্স। দলটি দুই ভাগে বিভক্ত হয়ে দুই দেশে গেছে।

এ জাতীয় আরো সংবাদ

সৌদিতে বিধিনিষেধ শিথিল, মাস্ক পরতে হবে না

আনসারুল হক

হজের জন্য জমানো টাকার যাকাত দিতে হবে?

নূর নিউজ

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ