বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে পরিবহণ চলাচলে ধীরগতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী পর্যন্ত অংশ যানজট দেখা দেয়। যেটি বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত জানান, বুধবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা ১৪ নাম্বার পিলার রোডসংলগ্ন এলাকায় একটি পরিবহণ দুর্ঘটনা ঘটে। এ কারণে প্রায় এক ঘণ্টা সময় লাগে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিতে।

এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবহণ উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে পরিবহণের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশের দাবি, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থানার ওসি সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলাকায় বাস চলাচল লেনে বুধবার রাতে একটি পরিবহণ দুর্ঘটনা ঘটে। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট হয়। তবে পরিবহণ ধীরগতিতে চলছে।

মহাসড়ক থেকে দুর্ঘটনা পরিবহণ উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ মহাসড়কেই রয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরো সংবাদ

লোক দেখানো নোটিশ নয় স্বচ্ছ নির্বাচন আয়োজন ও ইভিএম নিয়ে সংশয় দূর করুন

নূর নিউজ

বৃষ্টি থাকছে সারাদিন

নূর নিউজ

আজ জেলায় জেলায় কালো পতাকা মিছিল করবে বিএনপি

নূর নিউজ