বনানীর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা

রাজধানীর বনানীতে ছয়তলা ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিনতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে তাৎক্ষণিক ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান বলেন, ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।

এ জাতীয় আরো সংবাদ

মেয়র নির্বাচিত হলে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করবো: গাজী আতাউর রহমান

নূর নিউজ

টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার কোনো বিকল্প নেই

নূর নিউজ

এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা

নূর নিউজ