বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে যাচ্ছে হেফাজত

আগামীকাল সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এসময় তিনি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশ নেবেন।

আজ সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল্লামা মহিউদ্দিন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতি সূত্রে জানা যায়, মহাসচিবের সাথে আরো থাকবেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানী, সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, মহানগর কমিটির সদস্য মুফতী কামালউদ্দীন ও মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

লন্ডন থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী করোনা আক্রান্ত

আলাউদ্দিন

যারা স্কুল-কলেজ খুলে দিতে বলে তারা দেশের শত্রু: আমির হোসেন আমু

আলাউদ্দিন

পাকিস্তানে জাতীয় সংসদে এমপিদের স্লোগান: ‘আমেরিকা ধ্বংস হোক, নিপাত যাক’

নূর নিউজ