তালেবান হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত হলো সেনাপ্রধান

নূর নিউজ: আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে। জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দুই মাস আগে জেনারেল আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এমন এক সময় জেনারেল আলীজাইকে সরিয়ে দেয়া হলো যখন তালেবানরা দ্রুত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। গত কয়েকদিনে তারা দেশটির ৩৪ প্রদেশের মধ্যে অন্তত ৯টির নিয়ন্ত্রণ নিয়েছে।

বুধবারও কান্দাহার এবং গজনী শহরে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। এর আগে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে সরকারপন্থী বাহিনীর এক সমাবেশে যোগ দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। ওই অঞ্চলটি ঐতিহ্যগতভাবে তালেবান বিরোধী এলাকা বলে পরিচিত।

এর আগে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এমনকি সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনও ফ্রন্ট পরিদর্শন করতেও দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্বের পাঁচ মসজিদ পেলো সৌদির স্থাপত্য পুরস্কার

নূর নিউজ

সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলোতে ২৩ মার্চ থেকে রোজা শুরু

নূর নিউজ

বিজয়ী অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান

আলাউদ্দিন