বাংলাদেশকে হরিলুটের দেশে পরিণত করা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, কথায় কথায় মন্ত্রীরা বলেন জনগণের

ক্রয় ক্ষমতা বেড়েছে। এটা বাস্তবতা বিবর্জিত। স্বাভাবিকভাবে ক্রয় ক্ষমতা বাড়েনি বরং মানুষ কোন মতে বেঁচে থাকার জন্য এখন ৮ ঘন্টার পরিবর্তে ১৬
ঘন্টা কর্ম করছে। এক কর্মক্ষেত্রের পরিবর্তে প্রতিদিন ২-৩ জায়গায় কাজ করছে। ঢাকা শহরের হাজার হাজার বাইকার এর উৎকৃষ্ট প্রমাণ। এরা চাকরী করার
আগে-পরে এক্সটা ভাড়া মেরে সংসার খরচের অতিরিক্ত টাকার যোগান দেয়। তারা মেহনতী খেটে খাওয়া মানুষ। এরা বিদেশে টাকা পাচার করেনি। দেশের টাকা বিদেশে পাচার করেছে রাজনৈতিক নেতা, আমলা ও রাঘববোয়াল ব্যবসায়ীরা। সরকার অদ্যবধি পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার কোন উদ্যোগ নেয়নি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি’ (জিএফআই) জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকার বেশী অর্থ পাচার হয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে শুধু বৈদেশিক বাণিজ্যের আড়ালে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার বা প্রায় ৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে। শুধু সুইস ব্যাংকেই বাংলাদেশীদের টাকা জমা রয়েছে ৫ হাজার ২০৩ কোটি টাকা।

গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত রাজধানীর গুলশানস্থ একটি মিলনায়তনে “বিশিষ্টজনদের সাথে মতবিনিময় ও ইফতার” মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলের সহকারী মহাসচিব ও নগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাঈম, আরিফুল ইসলাম, হাসমত আলী, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী মাছউদুর
রহমান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

তৈমুরকে সমর্থন দেয়নি হেফাজত, প্রকাশিত সংবাদ মিথ্যা

নূর নিউজ

পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক কর্মসূচির চিন্তা বিএনপির

নূর নিউজ

সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ