বাংলাদেশসহ ১০৬ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে জাপান। এরই মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ১০৬ দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।

বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে অন্যান্য অনেক উন্নত দেশ।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

নূর নিউজ

মাদ্রিদে কুরআন শিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

নূর নিউজ

মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত আসলাম হাওলাদারের মৃত্যু

নূর নিউজ