সুফিয়ান ফারাবী, প্রতিবেদক
পরিবেশ দূষণ আর প্লাস্টিকের কারণে যখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৃথিবী তখন আশা জাগাচ্ছে হোগলা পাতা ও সোনালী আঁশ বা পাটের তৈরি এসব পণ্যগুলো। সাভারের নয়া বাড়িতে গনি ক্রিয়েশনের এই কর্মশালায় তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা ধরনের পণ্য। যা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। পরিবেশবান্ধব এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অন্তত ২০০ মানুষের।
হোগলা পাতার ঝুড়ি, থলে ও পাটের ব্যাগ, দড়ি ও চেয়ারসহ নানা ধরনের পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে জাতীয় এসএমই পুরস্কার অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা মাহফুজ গনী বাঁধন।
আন্তর্জাতিক বাজারে বাঁধনের পরিবেশ বান্ধব এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশে কিছুটা চড়ামূল্যের এসব পণ্যের বাজার এখনো তৈরি হয়নি। তবে এ খাতের উদ্যোক্তারা মনে করছেন দ্রুতই জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হবে।
পরিবেশপ্রেমী এই উদ্যোক্তার এরকম কর্মশালা রয়েছে চারটি। এসব কর্মশালার পুরো এনার্জির যোগান হয় সৌর বিদ্যুৎের মাধ্যমে। সৌর বিদ্যুৎ নির্ভর হওয়ার আর্থিক সুফলও ভোগ করছেন এই উদ্যোক্তা।
বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বাঁধনের এই সিদ্ধান্তের কারণে প্রতিমাসে সাশ্রয় হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।
প্লাস্টিকের যথেচ্ছা ব্যবহার প্রতিনিয়ত হুমকি হয়ে দাঁড়াচ্ছে মানব সভ্যতার জন্য। জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এমন সময় পরিবেশ বান্ধব এসব পণ্যে গুরুত্ব দেয়া আহ্বান বিশ্লেষকদের।