বাংলাদেশে‌ মাওলানা মাহমুদ মাদানী; জেনে নিন কর্মসূচি

মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

বিমানবন্দরের অভ্যন্তরে তাঁকে স্বাগত অভ্যর্থনা জানিয়েছেন শাইখুল হাদিস মাওলানা রশিদ আহমদ মকবুল, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মােহাম্মদ আলী, কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, বাংলাদেশ জমিয়তুল উলামার শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর মাওলানা হুসাইনুল বান্না, জামিয়াতুল আসআদের প্রধান পরিচালক মুফতি হাফীজুদ্দীন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দিন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুর রহমান শোয়াইব প্রমুখ।

মাওলানা মাকনুন জানান, দুপুর ১২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকেই হযরত মাদানী বিমানযোগে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হবেন এবং বাদ আসর মাদানী খানকা, মিরাপারা, সিলেটে ইসলাহী বয়ান করবেন। বাদ মাগরিব সিলেটের হরিপুর বাজার মাদরাসায় বয়ান করে রাত ৮টায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমায় উপস্থিত থাকবেন তিনি।

মাওলানা মাকনুন বলেন, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে, বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিন রোববার বাদ মাগরিব ইসলাহী বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

এছাড়াও ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে ২০ নভেম্বর রোববার পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন ইসলামি সম্মেলনে যোগদান করবেন বৈশ্বিক জরিপে ২০২২ সালের শীর্ষ মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হওয়া জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

 

 

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ, আটক ৫৭

আনসারুল হক

এবার আনুষ্ঠানিকভাবে গাজা ও পশ্চিম তীরকে দখল করতে যাচ্ছে ইসরাইল!

নূর নিউজ

অভিজিৎ হত্যার রায়, বিচারের নামে তামাশা : হেফাজত

আলাউদ্দিন