বাইডেনের আয় কত?

গত বছরের জন্য জো বাইডেন ও জিল বাইডেন ফেডারেল আয়কর হিসেবে দিয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৯ ডলার। বাইডেনের নিজ রাজ্য ডেলাওয়্যারে আয়কর দেয়া হয়েছে ৩০ হাজার ৭৬৫ ডলার।

গত বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার তারা এটি প্রকাশ করেন বলে আরটির প্রতিবেদনে জানানো হয়েছে।

আয়কর রিটার্ন অনুযায়ী, ২০২১ সালে দুজন ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার (পাঁচ কোটি ২৭ লাখ ৮২ হাজার ৯৭৩ টাকা) আয় করেছেন। ওই বছরের জন্য তারা ফেডারেল আয়কর হিসেবে দিয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৯ ডলার।

বাইডেনের নিজ রাজ্য ডেলাওয়্যারে আয়কর দেয়া হয়েছে ৩০ হাজার ৭৬৫ ডলারের। অন্যদিকে ভার্জিনিয়ায় আয়করের অর্থ হিসেবে দেয়া হয়েছে ২ হাজার ৭২১ ডলার। নর্দান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে শিক্ষকতা করেন জিল বাইডেন।

বাইডেন দম্পতির গত বছরের আয় ২০২০ সালের আয়ের কাছাকাছি। সে বছর বাইডেন ও জিল ৬ লাখ ডলারের কিছু বেশি অর্থ আয় করেছিলেন বলে দাবি করেন।

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দেশটির প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪ লাখ ডলার (৩ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার ৭২ টাকা) বেঁধে দিয়েছে। এর বাইরে আনুষঙ্গিক খরচের জন্য ৫০ হাজার ডলার পান তিনি।

গত বছর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ২৪.৬ শতাংশ হারে আয়কর দিয়েছেন।

প্রকাশিত আয়কর রিটার্ন থেকে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দৃশ্যত আয় কমেছে বাইডেন দম্পতির। ২০১৯ সালে তারা ৯ লাখ ৮৫ হাজার ২২৩ ডলার আয়ের কথা জানিয়েছিলেন।

জো ও জিল বাইডেনের পাশাপাশি আয়কর রিটার্ন প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফ। তারা দুজন গত বছর আয় করেছেন ১৭ লাখ ডলার।

কমলা ও ডগলাস ৩১.৬ শতাংশ হারে ফেডারেল আয়কর হিসেবে দিয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩৭১ ডলার।

আয়কর রিটার্ন প্রকাশের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক বিবৃতিতে বাইডেনের স্বচ্ছতার প্রশংসা করা হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গত ২৪ বছর ধরে আয়কর রিটার্ন প্রকাশ করেছেন বাইডেন। এর মধ্য দিয়ে আমেরিকান জনগণের কাছে তার স্বচ্ছ থাকার অঙ্গীকার ব্যক্ত হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কের ব্রঙ্কসে স্কুলের সামনে গোলাগুলি, শিক্ষার্থী নিহত

নূর নিউজ

মার্কিন নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আনসারুল হক

কোরআন হাতে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

নূর নিউজ