বিশাল অংকের কর দিয়েছেন বাইডেন দম্পতি আওয়াজবিডি ডেস্ক

হোয়াইট হাউজ জীবনের প্রথম বছরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মোট আয় করেছেন ৬ লাখ ১০ হাজার ৭০২ ডলার।

এর বিপরীতে তারা আয়কর দিয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৯ ডলার। শতাংশের হিসাবে এর পরিমাণ ২৪ দশমিক ৬, যা সাধারণ মার্কিনদের গড় আয়করের চেয়ে বেশি। খবর এপি।

২০২০ সালে যখন প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী দৌড়ে বাইডেন লড়ছিলেন, তখন তিনি যে রিটার্ন জমা দিয়েছিলেন তার সঙ্গে বর্তমান আয়ের খুব বেশি পার্থক্য নেই। সে সময় তাদের দুজনের আয় ছিল ৬ লাখ ৭ হাজার ৩৩৬ ডলার এবং তারা ২৫ দশমিক ৯ শতাংশ আয়কর দিয়েছিলেন।

দ্বিতীয় বছরের মতো জো বাইডেন তার ট্যাক্স রিটার্নের তথ্য প্রকাশ করলেন। এর মাধ্যমে প্রেসিডেন্টদের আয়করের তথ্য জনসম্মুখে প্রকাশের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তিনি। যদিও আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আয়করের পাশাপাশি ২০২১ সালে বাইডেন দম্পতি ১০টি আলাদা ক্ষেত্রে ১৭ হাজার ৩৯৪ ডলার অনুদান দিয়েছেন। এর মধ্যে ৫ হাজার ডলার দেয়া হয়েছে বিউ বাইডেন ফাউন্ডেশনকে।

এ জাতীয় আরো সংবাদ

জাওয়াহিরি হত্যার বদলায় মরিয়া জঙ্গিরা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

নূর নিউজ

নিউইয়র্কে ফেরার পথে পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নূর নিউজ

নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কা

আনসারুল হক