বিশ্ব ইজতেমায় যোগ দিতে মাওলানা সাদের তিন ছেলে বাংলাদেশ

হযরত মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ সাহেব , মেজো ছেলে মাওলানা সাঈদ সাহেব, ছোট ছেলে মাওলানা ইলিয়াস সাহেবসহ মোট ১৪ জনের জামাত নিজামউদ্দিন মারকাজ থেকে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় এবং রাত ৭.৩০ মিনিট টঙ্গী ময়দানে এসে পৌছালে সাথীরা তাদের গাড়িবহ বহরে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানায়।

বিমানবন্দরে হযরতদেরকে স্বাগত জানাতে কাকরাইলের সূরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের সাহেব সাদা মুফতি ওসামা ইসলাম সহ জামাত উপস্থিত ছিলেন।

নিজামুদ্দিন থেকে আরও এক জামাত আগামী কালকে ময়দানে এসে পৌঁছাবে।

ইতিমধ্যে বিদেশি মেহমান টঙ্গীর ময়দানে প্রায় তিন হাজারের উপরে এসে পৌঁছেছে। আয়োজকরা আশা করতে আছে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে পাগড়ী পেলেন আড়াই হাজার তরুণ আলেম

নূর নিউজ

জিলহজ্জ অত্যন্ত সম্মানীত একটি মাস: আল্লামা রাব্বানী

নূর নিউজ

৩৫ বছর ইমামতির পর সংবর্ধনা ও ১৫ লক্ষ টাকা দিয়ে ইমামকে বিদায় জানালেন এলাকাবাসী

নূর নিউজ